spot_imgspot_img
spot_imgspot_img

রুমিন ফারহানা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

spot_img

বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টা পেরিয়ে গেলে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

- Advertisement -

দু-এক দিনের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এরপর তার শপথ অনুষ্ঠিত হবে।আবুল কাশেম বলেন, যেহেতু গত ২১ মে যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয় এবং প্রার্থীতা প্রত্যাহারও করেননি। তাই একক প্রার্থী হিসেবে তিনি বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য, ব্যারিষ্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২০ মে। মনোনয়নপত্র বাছাই ২১ মে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। আর ভোট হওয়ার কথা ছিল ১৬ জুন। গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয় লাভ করে। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী, দলটিকে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় ইসি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ