চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে।
- Advertisement -
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। অক্সিজেন এলাকার একটি বস্তিতে এ আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন ছড়িয়ে দিতে দেইনি। এখন নির্বাপনের কাজ চলছে।




