শ্রীলঙ্কার বিপক্ষে থাকছেন না সাকিব!

প্রিয়সংবাদ ডেস্কঃ চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আজ মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ব্রিস্টলে শুরু হবে ম্যাচটি।

- Advertisement -

এবারের বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য ঠিক করা হয়েছিল অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলা। এ লক্ষ্যপূরণে প্রথম রাউন্ডের ৯ ম্যাচে অন্তত পাঁচটিতে জিততে হবে। এ পাঁচ জয়ের ৪টি ধরা হয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এ চার জয় নিশ্চিত করার পাশাপাশি হারাতে হবে ওপরের সারির যে কোনো একটি দলকে।

এরই মধ্যে তা করে ফেলেছে টিম টাইগার। নিজেদের প্রথম ম্যাচেই হারিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। তবে হেরে গিয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে।

এমন কঠিন সমীকরণ সামনে নিয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গ্রুপ পর্বে অবশিষ্ট ৬ ম্যাচের পাঁচটিতেই জয় পেতে হবে টাইগারদের। তাই লঙ্কানদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগার শিবির।

ইংল্যান্ড বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচেই টাইগারদের সামনে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে বাংলাদেশ দল এখন অনেকটাই ব্যাকফুটে।

এদিকে টাইগার শিবিরের জন্য বড় দু:সংবাদ হয়ে দাঁড়িয়েছে সাকিবের ইনজুরি। বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা গতকাল যখন কঠোর অনুশীলন করছিলেন তখন পকেটে হাত দিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন টাইগার এই অলরাউন্ডার। পরে জানা যায়, উরুর ইনজুরিতে ভুগছেন সাকিব, তাই অনুশীলন করেননি। গতকাল স্ক্যান করা হয়েছে। বিসিবি মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সামান্যতম সমস্যা থাকলেও আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং ঠিক মানানসই হয়নি। একমাত্র সাকিব আল হাসানই ছিলেন ধারাবাহিক। বিশেষ করে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন। বাকিরাও ছিলেন অধারাবাহিক।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার বিষয় বোলিং। এবার বোলিং নিয়ে ভিন্ন ভাবনাই ভাবতে হবে বাংলাদেশ দলকে। এরইমধ্যে ইঙ্গিত মিলেছে লঙ্কানদের বিপক্ষে একাদশে সুযোগ মিলতে পারে পেসার রুবেল হোসেনের।

অন্যদিকে, ব্যাটিং নিয়েও সমস্যা আছে। পরের ম্যাচে তাই একাদশে আসতে পারেন লিটন দাস।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ