গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।রোববার সকালে পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেছেন দলের নেতাকর্মীরা।
রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন।
ফলে রাজধানীর এসব এলাকায় যানজট আটকে আছে। অনেকেই পায়ে হেঁটে নিজ গন্তব্যে রওনা হয়েছেন।
হরতালের সমর্থনে মিছিলে অংশ নেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহুল হোসেন প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় পুলিশকে জলকামান, প্রিজন ভ্যান নিয়ে পল্টন মোড়ে অবস্থান করতে দেখা যায়।হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। অপরদিকে পূর্ণ সমর্থন দিয়েছে গণফোরাম, নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ, গণতান্ত্রিক বাম ঐক্য এবং ক্ষেতমজুর সমিতি।
হরতাল সফল করতে গতকাল জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত অনুষ্ঠিত পদযাত্রায় বাম জোটের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ হরতাল পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।