যদি-কিন্তু অনেক সমীকরণের দরকার হয়নি। ভারত ও পাকিস্তানের কাছে হেরে সহজ সরল সমীকরণে বিশ্বকাপকে বিদায় জানিয়ে দেশে ফিরতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। এই ব্যর্থতার মাঝেও ছিল সাফল্য-ব্যর্থতার মিশেল। তবে সেমির যে আশা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরে খেলতে গিয়েছিল বাংলাদেশ, তা পূরণ হয়নি। কারো কারো ব্যক্তিগত সাফল্য ভরপুর থাকলেও পুরো দলই হতাশ। আর এই ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপ খেলার উদ্দেশে গত ১ মে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে কিছু প্রাপ্তি ও কিছুটা হতাশা নিয়ে রোববার ঢাকায় ফিরেছেন টাইগাররা। এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসে টিম বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিদের বহনকারী বিমান।
বিশ্বকাপে ভালো করতে না পারায় অধিনায়ক মাশরাফি ছাড়াও পুরো দলেরই সমালোচনা হচ্ছে। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মাশরাফি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে পুরো দলের ব্যর্থতার দায়ভার আমাকে নিতেই হবে। আর এমন সমালোচনা হবেই। তবে ভাগ্য কিছুটা আমাদের পক্ষে গেলে দল অন্য জায়গায় থাকতে পারত।’
বিশ্বকাপে দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে বিমানবন্দরে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘যে আশা নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম, তা পূরণ হয়নি। সে জায়গা থেকে পুরো দল হতাশ। তবে যেভাবে খেলেছি কিছু যদি-কিন্তু আমাদের পক্ষে এলে সেমিফাইনালে খেলতে পারতাম। তবে খেলার ধরন ছাড়াও অনেক কিছুই পজেটিভ ছিল।’
দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাকিব ও মুশফিক ছাড়া সব খেলোয়াড়ের তেমন ধারাবাহিকতা ছিল না। কিছু জায়গায় আমাদের ভাগ্য সহায় হয়নি। বৃষ্টিতে শুধু আমরা নই, অন্য দলেরও ক্ষতি হয়েছে। সাকিব, মুস্তাফিজ, মুশফিক ও সাইফউদ্দিন এরা দারুণ ক্রিকেট খেলেছে।’
বিশ্বকাপে তরুণরা সেরাটা দিয়েই দলের জন্য অবদান রাখতে চেয়েছে। অভিজ্ঞতার অভাবে যথাসময়ে যথাযথ কাজটি করতে পারেননি। তার পরও কয়েকজনের খেলা ক্রীড়াপ্রেমীদের দারুণ পছন্দ হয়েছে। তরুণদের সাফল্য নিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আজ যারা তরুণ তারা অনেক চাপের মধ্যেই খেলছে। তাদের একতরফা দোষারোপ করা ঠিক হবে না। তারা অনেক চেষ্টা করেছে।’
স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপ সফর করবেন বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করা সাকিব আল হাসান। তাই দলের সাথে ফেরেননি তিনি। আর মেহেদী হাসান মিরাজ ইংল্যান্ডে স্ত্রীকে নিয়ে থাকবেন কিছু দিন। সাব্বির রহমানও ইংল্যান্ডে থাকবেন কিছু দিন। তারা ছাড়া বাকিরা ফিরেছেন।
৯ ম্যাচ খেলে তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেললেন। বাংলাদেশের অধিনায়ক ৮৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৭ ম্যাচ জিতিয়েছেন দলকে। অধিনায়ক হিসেবে খেলা ৮৫ ওয়ানডেতে মাশরাফির উইকেট সংখ্যা ৯৮। ২১৭ ওয়ানডে খেলে ২৬৬ উইকেট পেয়েছেন। আর ৩৬ টেস্টে ৬৮ এবং ৫৪টি টি-২০ ম্যাচে ৪২ উইকেট পান মাশরাফি।