কুমিল্লায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

 

- Advertisement -

কুমিল্লার লালমাই উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে আটটায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরো ১৫ জন যাত্রী আহত হন। নিহতের সবাই দোয়েল সুপার বাসের যাত্রী ছিলেন। নিহতরা হলেন-লালমাই উপজেলার হাসিনা আক্তার (৩৫), একই উপজেলার নুরজাহান বেগম (৪৭), বরুড়া উপজেলার আবুল বাশার (৩৭) ও আলী হোসেন (৬৭)। এ বিষয়ে কুমিল্লা লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা দোয়েল সুপার নামক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে বাসের ৪ জন যাত্রী মারা যান। আহত হন আরো ১৫ জন।
খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ