বিএনপির ২০ জুলাইয়ের সমাবেশে জনগণের গণবিস্ফোরণ ঘটবে

 

- Advertisement -

‘চট্টগ্রামের ২০ জুলাইয়ের সমাবেশ পরিণত হবে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে। শান্তিপূর্ণ এ সমাবেশ ও মিছিল থেকেই খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন জোরদার করা হবে।’

শুক্রবার (১২ জুলাই) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে চট্টগ্রামের সমাবেশগুলো সফল হয়েছিলো এক প্রেক্ষাপটে। বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বর্তমান ভোটারবিহীন সরকারের শত জুলুম নির্যাতনের পরেও বিএনপি নেতাকর্মীরা এখন জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারা এখন জেলখানাকে ভয় পায় না। তারা সর্বোচ্চ ত্যাগ শিকার করে সমাবেশকে সফল করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির অভাব অনুভব করছে। জনগণ তাদের প্রিয় নেত্রীকে মুক্ত করতে মাঠে নামতে প্রস্তুত। জনগণের দাবির মুখে এই সমাবেশ হচ্ছে। এই সমাবেশে জনগণের গণবিস্ফোরণ ঘটবে। তিনি ২০ জুলাইয়ের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ