চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

 

- Advertisement -

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে রাজিয়া ৫৫ শতাংশ, ইয়াসিন ৩৫ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের তিনজন। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন।

সর্বশেষ