spot_imgspot_img
spot_imgspot_img

ইন্দোনেশিয়াতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

spot_img

 

- Advertisement -

রবিবার প্রবল ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩। ইন্দোনেশিয়ার পূর্বে মলুকাসের টার্নেট শহরের দক্ষিণপূর্বে এই ভূমিকম্প হয়। এমনটাই জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টার্নেট শহরের ১৬৮ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি সেখানে। জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.১। তবে এই ভূমিকম্পের পরেই কম মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। যার তীব্রতা ছিল ৫.২। ডিসেম্বরের সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায়। আগ্নেয়গিরিতে হওয়া বিস্ফোরণের পরেই সুন্দা প্রণালীতে হওয়া সুনামিতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪০০ জনের।

এর আগে ভুমিকম্প বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হুগারবিটস নিজের ওয়েবসাইট Ditrianum-এ  আগামী ২৪ ঘণ্টার মধ্যে অত্যন্ত জোরালো ভূমিকম্প হতে চলেছে বলে ঘোষণা দেন। কোথায় হবে, সে উল্লেখ অবশ্য করেননি এই ডাচ বিশেষজ্ঞ। তবে, ১০ থেকে ১১ জুলাইয়ের মধ্যে যে-কোনও সময়, যে-কোনও জায়গায় যে তীব্র ভূ-কম্পন হবে, সে পূর্বাভাস তাঁর সাইটে রয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা ৮-এর বেশি বই কম নয়। তবে কোথায় হবে সেটা তিনি উল্লেখ করেনি। তার ঘোষণার পর পরই ইন্দোনেশিয়াতে ভুমিকম্প হলো। এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ