spot_imgspot_img
spot_imgspot_img

আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

spot_img

 

- Advertisement -

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় আজ। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে ৩০ জুন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে নোমানের আইনজীবী বোরহান উদ্দিন ও তাহেরুল ইসলাম তৌহিদ রায় ঘোষণা পেছানোর জন্য আদালতের কাছে আবেদন করেন। তারা বলেন, ‘মামলাটির কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী বাকি রয়েছেন। তাদের জেরা করার জন্য আমরা উচ্চ আদালতে আবেদন করেছি। বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।’ এই আবেদন মঞ্জুর করেন ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন।

আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। একই সঙ্গে ওইদিন উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৭ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ওপর অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক।

নোটিশ পাওয়ার পর তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট ধানমণ্ডি থানায় দুদকের কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে মামলা করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ