দেশের মানুষ আজ কোথাও নিরাপদ নয়, খুলনার সমাবেশে মির্জা ফখরুল

 

- Advertisement -

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির নেত্রী নন তিনি সমস্ত গণতান্ত্রিক মানুষের নেত্রী। বৃস্পতিবার খুলনার হাদিস পার্কে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে এসব কখা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ বরাবই গণতন্ত্র বিরোধী তারই প্রথম বাকশাল কায়েম করেছিলো । আবার সেই দিকে দেশ যাচ্ছে। রাতের অন্ধারে নির্বাচিত সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বস করেছে। দেশের মানুষ শান্তিতে নেই, বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, কোথাও মানুষ নিরাপদ নয়। বিনা বিচারে মানুষ হত্যা বেড়ে গেছে।

তিনি আরো বলেন, আদালতকে ব্যবহার করে তত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। আওয়ামী লীগ নির্বাচকে ভয় পায়, তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের কোনো প্রার্থী ভোটে জিতে আসতে পারবে না। তাদের দলের অনেক নেতা তত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কথা বললেও কোন অজানা কারণে তা বাতিল হলে।

তিনি আরো বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সভায় বিএনপির সিনিয়র নেতার বক্তব্য রাখেন। তারা দেশের স্বার্থে গণতন্ত্রের সার্থে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান করেন। সম্পাদনায়: এইচ এম জামাল ও মঈন

সর্বশেষ