চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রাখার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে যুক্তরাজ্য বিএনপি।
বুধবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচলনায় যুক্তরাজ্য পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সব রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক শেখ তারিকুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।