পটিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষক নিহত

 

- Advertisement -

পটিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এ ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি ধর্ষণ মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি পাওয়া গিয়েছে। নিহতের নাম মোহাম্মদ আরমান (২৫)। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।

জানা গেছে, এক কিশোরীকে গত ১৯ জুলাই ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলে আরমান পালিয়ে যান। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র‌্যাব অভিযান চালায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ