রাজধানীতে অজ্ঞান পার্টির ২১ সদস্য গ্রেপ্তার

 

- Advertisement -

রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুর্ব বিভাগের একটি টিম।

শনিবার সকাল সাড়ে ৯টায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রতনচন্দ্র দে, মো. নিজাম মোল্লা, মো. স্বপন, সুমন ওরফে খোকন, মো. লিটন, সাজ্জাদ হোসেন ওরফে সোহেল, রবি শেখ, পনু পেদা, মো. আ. বারেক, মো. আলাউদ্দিন খান, মো. মনির হোসেন ও মো. মনিরুল ইসলাম (মিন্টু)। তাদের কাছ থেকে ২৫০ পিস নকটিন ঘুমের ট্যাবলেট ২০ পিস লজিকাম ট্যাবলেট ও ১৪ পিস ঝান্ডুবাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশু ক্রেতা-বিক্রেতাসহ ঘরমূখী যাত্রীদের উপর উদ্ধার করা ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করে নগদ টাকা পয়সা কৌশলে হাতিয়ে নেয়।

এছাড়া গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ