হাসপাতালে খালেদা জিয়ার ঈদ সঙ্গী হবেন জাহিয়া ও জাফিয়া

 

- Advertisement -

প্রায় এক বছর পর পুত্রবধূ ও দুই নাতনিকে নিয়ে ঈদ উযাপন করবেন কারাবন্দি খালেদা জিয়া। ২০১৮ সালের কোরবানির ঈদে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ আত্মীয়স্বজনকে সঙ্গে নিয়ে কিছু সময়ের জন্য সময় কাটিয়েছিলেন খালেদা জিয়া। তবে ওই সময় তিনি ছিলেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে।

জানা গেছে, ঈদের দিন যে কোনো সময় কারাকর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দুই মেয়ে ও পরিবার পরিজন নিয়ে দেখা করতে যাবেন ছোট পত্রবধূ সিঁথি। সঙ্গে নিয়ে যাবেন খালেদা জিয়ার পছন্দের খাবার।

চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, সাক্ষাৎতের জন্য দু’দিনের জন্য আবেদন করা হয়েছে। একদিন হয়তো পাওয়া যাবে। তবে সাক্ষাৎ করতে কারা যাচ্ছেন এখনো ঠিক করা হয়নি।

সূত্র জানায়, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন সাঈদ, পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে ও তারেক রহমানের স্ত্রীর বোন শাহিনা খান। দলের সিনিয়র নেতারা কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বিএসএমএমইউ হাসপাতালে ( ৬২১ নম্বর কেবিনে)।

ঈদের দিন কর্মসূচি

সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্টাতা শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর নেতৃবৃন্দ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কবর জিয়ারত করবেন।

যে সকল নেতারা নিজ এলাকায় ঈদ করবেন, তাদেরকে সংশ্লিষ্ট এলাকার নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছে বিএনপি। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সকল নেতাদেরকে এ নির্দেশ দিয়েছেন। এবং এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে।

নেতারা কে কোথায় ঈদ করছেন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান ঈদ করবেন লন্ডনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ গ্রাম ঠাকুরগাঁয়ে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ঢাকায়। ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালী কোম্পানিগঞ্জে ও আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঈদ করছেন নিজ গ্রাম নোয়াখালী, ডা. এ জেড এম জাহিদ হোসেন ময়মনসিংহ। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত বছরের মতো এবারও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ঢাকায় ও আসলাম চৌধুরী ঈদ কাটবে কারাগারে।

সর্বশেষ