spot_imgspot_img
spot_imgspot_img

বাবা হচ্ছেন রুবেল হোসেন, নিজেই জানালেন ভক্তদের

spot_img

 

- Advertisement -

বাংলাদেশের ক্রিকেটারদের মাঠের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কা সফরের ধবলধোলাইটা এখনো তাজা ক্ষত। এরই মধ্যে ভক্তদের সঙ্গে সুখবর শেয়ার করলেন পেসার রুবেল হোসেন। জানিয়ে দিলেন বাবা হতে চলেছেন তিনি।

তিন বছর আগে অনেকটা নীরবেই নিজ গ্রামের মেয়ে ইসরাত জাহান দোলার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রুবেল হোসেন। প্রায় বছর দেড়েক পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে স্ত্রী দোলার ছবিসহ জানিয়েছিলেন বিয়ের খবর। তবে নিজের প্রথম সন্তান হওয়ার খবর জানানোর জন্য কোনো ভুল করেননি রুবেল।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে নিজের বাবা হওয়ার খবর ভক্তদের দিয়েছেন রুবেল। একই সঙ্গে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য। আনন্দের সঙ্গে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’ সকলের কাছে দোয়া চেয়ে লেখেন, ‘সবাই আমার স্ত্রী জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ