spot_imgspot_img
spot_imgspot_img

খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে,মির্জা ফখরুল

spot_img

 

- Advertisement -

খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ যে অন্যায়গুলো করছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করতেন। এজন্য তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ফখরুল বলেন, এ সরকার অমানবিক এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত হয়ে পড়েছে যে তারা খালেদা জিয়ার অসুস্থতাও লক্ষ্য করছে না। ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজ করছে এ সরকার।

রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে এমন আরও অভিযোগ তুলে তিনি বলেন, এ দেশের জণগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া। দেশের মানুষের যে আশা আকাঙ্খা তার প্রতিনিধিত্ব করেন তিনি। অবিলম্বে তার মুক্তি দেয়া উচিত।

এসময় দেশ বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আলোচনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, পয়গাম আলী, সুলতান ফেরদৌস নম্র চৌধুরী, আনসারুল হক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ