প্রিয় সংবাদ ডেস্ক:: ডেঙ্গুতে আক্রান্ত হলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। শনিবার রাতে তাকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ঊর্মিলার বন্ধু শাহান বলেন, ঊর্মিলার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হয়েছে। একইসঙ্গে ডেঙ্গুও ধরা পড়েছে। সে এখন হাসপাতালের বিছানায় পুরোপুরি বিশ্রাম নিচ্ছে। তাকে আগামী কালও হয়ত হাসাপাতালে হয়ত থাকতে হবে।