প্রিয় সংবাদ ডেস্ক:: কিশোরী দুজন চাচাতো বোনকে ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন ধর্ষণের একটি ভিডিও থানায় দাখিল করার পর গত বুধবার মহম্মদ শেখ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
সম্প্রতি ভারতের গুজরাটে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি সুরাটের তাইয়েবি এলাকার বাসিন্দা।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ পরিদর্শক ভিজে চৌধুরী জানিয়েছেন, একদল লোক সোবোতলপুরা থানায় গিয়ে একটি ভিডিও ক্লিপ পেশ করেন। তাদের দাবি ও অন্যান্য প্রমাণ দেখে গত বুধবার মহম্মদ শেখকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা জুনাই বোর্দিওয়ালা বলেন, ‘কিছু লোকের সন্দেহ ছিল ১১ ও ১২ বছরের দুই চাচাতো বোনকে জোর করে নিজের কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ করে শেখ। গত শনিবার তিনি একজনকে নিয়ে নিজের কারখানায় গেলে তাকে অনুসরণ করে সেখানে যান স্থানীয় কয়েকজন লোক। তারা ধর্ষণের সময় ওই দৃশ্যের ভিডিও রেকর্ড করেন। ‘
৬ মাস ধরে মহম্মদ শেখ এই কাজ করছেন বলে অভিযোগ বোর্দিওয়ালার। তার দাবি, ‘আমাদের কাছে প্রমাণ এসে যাওয়ার পর আমরা মেয়ে দুটির সঙ্গে কথা বলি। তাদের ভয় দেখিয়ে রাখা হয়েছিল। এরপর বিষয়টি পুলিশকে জানাই।’
অভিযুক্ত ওই ব্যক্তি বিবাহিত। তার সন্তানও রয়েছে। সম্প্রতি তার ছেলের বিয়ে ঠিক হয়েছে। এ ঘটনায় মহম্মদ শেখের কড়া শাস্তি দাবি করেছেন গ্রামবাসী।