প্রিয় সংবাদ ডেস্ক:: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায়, গত আগস্টে ওই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক বৈঠক আপাতত বন্ধ রয়েছে।
এমন পরিস্থিতিতে এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টকে চিঠি পাঠালেন উত্তর কোরিয়ার নেতা।
দক্ষিণ কোরিয়ার জুনগ্যাং ইলবো সংবাদপত্র এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগস্টের তৃতীয় সপ্তাহে ট্রাম্পকে পাঠানো ওই দ্বিতীয় চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন কিম জং উন। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।