চট্টগ্রামে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের আদালতে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলটি দায়ের করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

বাদির পক্ষে মামলার আবেদন করেন এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি জানান, আদালত বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলা বিবরণীতে বলা হয়, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে শামসুজ্জামান দুদু প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। দেশের একজন সচেতন নাগরিক ও ছাত্রলীগের কর্মী হিসাবে বাদি এটিকে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে হুমকি মনে করে আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার আবেদন করেন।

সর্বশেষ