spot_imgspot_img
spot_imgspot_img

তেল শোধনাগারে হামলা : প্রতিশোধ নেবে সৌদি আরব

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: সৌদি আরব বলেছে সম্প্রতি তাদের দুটি তেল শোধনাগারে হামলার জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এই হামলার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের ইরানকে আবারো দায়ী করেছেন।

যুবায়ের বলেন, হামলার জন্য যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো ইরানের। এই হামলার পূর্ণ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ রাখছেন এবং পূর্ণ তদন্ত শেষ করার পর তারা যথাযথ ব্যবস্থা নেবেন।

তবে কী ধরণের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মি: যুবায়ের।

তিনি বলেন, তেল ক্ষেত্রে হামলা চালানো হয়েছে উত্তর দিক থেকে। ইয়েমেনের দিক থেকে এই হামলা চালানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তবে ঠিক কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে বলেননি সৌদি আরবের এই মন্ত্রী।

তবে সৌদি আরবে হামলার কথা বারবার অস্বীকার করেছে ইরান।

আমেরিকার তরফ থেকে সৌদি আরবে বাড়তি সৈন্য পাঠানোর ঘোষণার পর ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, যে কোন ধরণের আগ্রাসন ধ্বংস করার জন্য ইরান প্রস্তুত আছে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছে সৌদি আরবের তেল ক্ষেত্রে তারাই হামলা চালিয়েছে।

এর আগে ইরানের রেভ্যুলুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালমি সতর্ক করে বলেন, যে কোন হামলা মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন।

তিনি বলেন, সীমিত হামলা হলে সেটি সীমিত আকারে থাকবে না।

” হামলাকারীদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত আমরা চালিয়ে যাব,” বলছিলেন ইরানের রেভ্যুলুশনারি গার্ডের প্রধান।
সূত্র : বিবিসি

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ