দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে ভীত সন্ত্রস্ত রেখে তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড চলমান রয়েছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কি পরিণতি ঘটেছে। ঢাকা উত্তর বিএনপির সহ সভাপতি রবিউল আউয়ালকে গ্রেপ্তারের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বুধবার বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিক পন্থায় জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। বর্তমান ভোটারবিহীন সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, অপহরণ, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যা ও নির্দয়ভাবে গুম করা হচ্ছে। অমানবিক গ্রেপ্তার, গুম ও খুন সরকার নিত্যদিনের ঘটনায় পরিণত করেছে। অবিলম্বে রবিউল আউয়ালের সকল মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তির দাবি করেন মির্জা ফখরুল।

সর্বশেষ