চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: নগরের বন্দর টোল রোড এলাকার টোল প্লাজায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত পুলিশ সার্জেন্টের নাম বকশি মোহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার সময় সড়কে দায়িত্ব পালনরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক (বন্দর) বিভাগের পরিদর্শক (এডমিন) শওকত হোসেন।

তিনি বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রথমে আমরা তাকে আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, ঘন্টাখানেক আগে দুর্ঘটনায় আহত এক পুলিশ সার্জেন্টকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

সর্বশেষ