বোরহানউদ্দিনের ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তর কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বোরহান উদ্দিনের ঘটনায় তদন্ত চলছে। আমরা কয়েকজনকে আটক করেছি। হ্যাকার হোক আর যেই হোক না কেন, ঘটনা যে ঘটিয়েছে আমরা তার ব্যবস্থা গ্রহণ করছি এবং করবো। খুব শিগগিরই কে ঘটনাটি ঘটিয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, কার কি উদ্দেশ্য ছিলো সবই একে একে আপনাদের সামনে হাজির করবো। আমার কাছে মনে হচ্ছে, যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভবনার এই দেশ এগিয়ে যাচ্ছে তাকে পথ হারানো জন্য আবারো অকার্যকর বাংলাদেশ তৈরির জন্য এই ধরণের প্রচেষ্টা নেয়া হয়েছিলো। এদেশের জনগণ এগুলো পছন্দ করে না। তাই কেউ শান্তি নষ্ট করতে পারবেন না। কারণ, জঙ্গিবাদ ও সন্ত্রাস এই দেশের মানুষ চাই না।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করেন এবং তাদের এগিয়ে নিতে কাজ করেন। মুক্তিযোদ্ধাদের ভাতা তারই আমলে প্রবর্তিত হয়েছে। সেখান থেকে ক্রমে বেড়ে যাচ্ছে। এর কারণ, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশ স্বাধীন হয়েছিলো এবং আমরা বাংলাদেশে পরিণত হয়েছি। এজন্য মুক্তিযোদ্ধাদের কোনো দাবি তিনি মুখ থেকে ‘নো’ বলেন না।

শুদ্ধি অভিযানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সম্ভাবনার একটি দেশ থেকে উন্নয়নশীল দেশের জন্য উন্নয়নশীল নিরাপত্তার দরকার। তিনি এজন্যই আজকে যে শুদ্ধি অভিযানে কথা বলেন কিংবা দুর্নীতিবাজদের চিহ্নিত করেছেন তার কারণ সুশাসন প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। যেভাবে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন এতে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে হয়ত আমরা আবারো পথ হারাবো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার সব স্তরের মানুষ তার জন্য দোয়া করছেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সে স্বপ্ন সফল করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব শুধু বাংলাদেশে নয় এখন সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনাই পারবেন বাংলাদেশ বদলে দিতে।

মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে স্বরাষ্টমন্ত্রী বলেন, তোমরা যারা মুক্তিযোদ্ধার সন্তানরা আছো তাদের মনে রাখতে হবে। আমাদের ধমনীতে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। এটা মনে রাখলেই হবে; আর কিছু মনে না রাখলেও হবে। এখনো আমরা যারা বেঁচে আছি সবাই একদিন বিদায় নেবো। তোমরা মুক্তিযুদ্ধের কথা বলবে, দেশের কথা বলবে, দেশের বীরত্বের কথা বলবে সেটা চিন্তা আমরা করি। জয় বাংলা স্লোগান এটা কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান নিয়ে কিন্তু আমরা সংগঠিত হয়েছিলাম। প্রথমে তো আমাদের কাছে অস্ত্রপাতি ছিলো না। স্লোগান দিয়ে আমরা জয় করেছি। এই স্লোগান দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি।

সর্বশেষ