প্রিয় সংবাদ ডেস্ক:: বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের সব বিমানবন্দরকে ঢেলে সাজানোর কাজ চলছে। বিমানবন্দরের রানওয়ের কাজ, ক্যাপাসিটি বিল্ডাপসহ বিমানে নতুন নতুন বহর যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। কক্সবাজারে নতুন টার্মিনাল নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক রিজিওনাল মিটিং-২০২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক রিজিওনাল মিটিং-২০২৯ এর পর্দা নামবে আগামী ৭ নভেম্বর।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমান বাংলাদেশের সেবা বিশ্বমানের। বিমানের পাইলটরা বিশ্বের মধ্যে অন্যতম। এছাড়া বিমানের উন্নয়নে মেগা প্রজেক্ট নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিয়ত বিমানে যুক্ত হচ্ছে নতুন নতুন বহর। আরও বেশকিছু বহর অপেক্ষায় রয়েছে।
বাংলানিউজ ও ডিবিসি টিভি