আন্দোলন এখন সময়ের ব্যাপার মাত্র: মির্জা ফখরুল

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের সময় এসেছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। আর এই আন্দোলন এখন সময়ের ব্যাপার মাত্র। সোমবার বিকালে যশোর জেলা পরিষদ (বিডি) মিলনায়তনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের এই রাজনীতিকে যদি সঠিক পথে নিতে পারি, আমরা যদি আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবেই। তিনি বলেন, প্রশাসন একেবারে দলীয়করণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয়করণ, বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণে নিয়েছে। যার ফলে গোটা রাষ্ট্রযন্ত্রটাই ভেঙ্গে পড়েছে। সরকার কতটা দুর্বল হয়ে গেছে। তা বোঝা যায় এই দেশে সঠিক আইনের ব্যবহার নেই। দেশের জনগণের বাকস্বাধীনতা নেই।

তরিকুল ইসলামকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না। বিএনপির অভিভাবক এবং বাংলাদেশের রাজনৈতিক আইডল ছিলেন। দলের দুঃসময়ে মহাসচিবের দায়িত্ব নিয়েছি। এ সময়ে একে একে দলের পরীক্ষিত নেতা হান্নান শাহ, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম ও আজ সাদেক হোসেন খোকাসহ বেশকিছু সিনিয়র নেতাকে হারিয়েছি। এদের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে খালেদা জিয়াকে জেল থেকে বের করতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শাহাজাহান, শামছুজ্জামান দুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, মেহেদী হাসান রুমী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

অপরদিকে বেলা ১২টায় তরিকুল ইসলামের করব জিয়ারত ও দোয়ায় মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ ছাড়া কবরস্থানের পাশেই কারবালার মাঠে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।

কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি শুরু করেন। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম, সদস্য সচিব সাবেরুল হক সাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা।

এ ছাড়াও যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সর্বশেষ