spot_imgspot_img
spot_imgspot_img

মুজিববর্ষ উদ্বোধনে থাকবেন মোদিসহ বিশ্বনেতারা

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে সরকার ঘোষিত মুজিববর্ষ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিশ্বের বরেণ্য ব্যক্তিরা অংশ নেবেন। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ঢাকায় বিশ্বনেতারা আসবেন। ভারতের প্রধানমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি তা গ্রহণ করেছেন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অনেককে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন। এটা একটি বিশাল কর্মযজ্ঞ।

এদিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ৃব্দত করে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা ও আগরতলায়ও পৃথক অনুষ্ঠান হবে মুজিববর্ষ উপলক্ষে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র:: সমকাল

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ