প্রিয় সংবাদ ডেস্ক:: সীমান্তে ভারতীয়দের পুশইন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘আজ পুশইন করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢোকানো হচ্ছে। তা নিয়ে সরকার একটি কথাও তো বলে না। অথচ বিএনপি নেতারা কথা বললেই মামলা-হামলা করা হয়।’
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের রক্তদান কর্মসূচিতে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জবাবদিহিতা নেই বলে আওয়ামী লীগ টাটকা মিথ্যা বলে। আমরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছি। হামলা, মামলা, গুলি উপেক্ষা করে রাজপথে নেমে পড়েছে পেশাজীবী ও মুক্তিযোদ্ধারা।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে রাজপথে অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ হবে, এটা সাংবিধানিক অধিকার। অথচ আন্দোলনের কারণে মুক্তিযোদ্ধা উলফাতকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষমতাসীনরা সারা দিন রাজাকারদের বিরুদ্ধে বলেন। তাহলে রাজাকারদের (পাকিস্তানের) পেঁয়াজ আনলেন কেন?’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান পরিশ্রমী রাজনীতিক। তার রাজনীতি শুরুই হয়েছে মানবকল্যাণে। এটি কুচক্রী মহল ভালোভাবে নেয়নি। তারা কুৎসা রটিয়ে যাচ্ছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এএসএম রাকিবুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য দেন।