spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন ১৩ই জানুয়ারি

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: চট্টগ্রাম- ৮ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ই জানুয়ারি। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদল ৭ই নভেম্বর মৃত্যু বরণ করেন। এই শুণ্য আসনে উপ নির্বাচনের জন্য আজ বিকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়, আগ্রহী প্রার্থীরা ১২ই ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ই ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২শে ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ১৩ই জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

উল্লেখ্য, সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ৭ই নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনবারের সংসদ সদস্য বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ