খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে পরিবারের আবেদন

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার পরিবার। বেগম জিয়ার ভাই শামীম এস্কান্দার স্বাক্ষরিত এ আবেদন কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। আবেদনে শামীম ইস্কান্দার উল্লেখ করেন দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ গত ১৩ নভেম্বর তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করেছেন। তাই তারা অতি শিগগিরিই জরিপের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে চান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার সাথে তার পরিবারকে দেখা করার অনুমতি দিলে বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাবি মিসেস কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনুজ্জামান খান আগামী ১৩ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন।

সর্বশেষ