প্রিয় সংবাদ ডেস্ক:: মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে সুসজ্জিত বিশাল বিজয় র্যালী বের করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়াম্যান আব্দুল্লাহ আল নোমান ও মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরীর নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয় থেকে এই র্যালী বের হয়।
র্যালী শেষে সমাবেশে প্রধান অতিথি আব্দুল্লাহ আল নোমান বলেন, জীবনবাজি রেখে সেদিন আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা অংশ গ্রহণ করেছিলাম। অথচ সরকার আমাদের না জানিয়ে বির্তকিত একটি রাজাকারের তালিকা করেছে। এ তালিকা সকারের মনগড়া।
নোমান বলেন, সরকার যদি মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে রাজাকারের তালিকা করা হতো তা হলে কোনো ধরণের অভিযোগ থাকতো না। রাজাকারের এই তালিকা সরকারের ষড়যন্ত্রের অংশ হতে পারে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় দিবসের র্যালী বের হয়ে নগরীর কাজীর দেউড়ি, নুর আহমদ সড়ক ও লাভলেইন এলাকা প্রদক্ষিণ করে।
বিএনপির এই বিজয় র্যালীকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা। গতকাল ১৬ ডিসেম্বর সকালে এই কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের অনুরোধে একদিন পিছিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে বিএনপির এই বিজয় র্যালী।
র্যালী শেষে সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সমাবেশ পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিস্তারিত আসছে….