- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক:: আওয়ামী লীগের নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে দুই যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। প্রচার সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তরের পুরো দায়িত্ব পেয়েছেন। দলের কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, ও এস এম কামাল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সাবেক মন্ত্রী শাজাহান খানকে স্থান দেয়া হয়েছে প্রেসিডিয়ামে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের দপ্তর পরিবর্তন হয়েছে। তাকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।