প্রিয় সংবাদ ডেস্ক:: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের ছেলে খালিদ হাসান খোকন (২৬) ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ভাগবজর এলাকা থেকে তাকে আটক করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় তাকে নন্দীগ্রাম থানায় পাঠানো হচ্ছিল। ওসি শওকত কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভাগবজর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হচ্ছে- এমন খবর পেয়ে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে শুধু খালিদ হাসান খোকনকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা জানান, খোকন ইয়াবাসেবী; ব্যবসায়ী নন। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হবে।
স্থানীয়রা জানান, খোকনকে ছাড়াতে থানা ও তদন্ত কেন্দ্রে নেতাকর্মীরা ব্যাপক তদবির শুরু করেছেন। আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।