প্রিয় সংবাদ ডেস্ক:: ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সমাবেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ও ভিসিকে বিচারের মুখোমুখি করার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়নুল আবেদীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নুরুর ওপর হামলার ঘটনায় মূল ইন্দনদাতা হচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ডাকসু ভিপি নুরের ওপর হামলার ঘটনায় হাসান মাহমুদকে আসামি করে মামলার দাবিও জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আইনজীবী নেতা আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, উম্মে কুলসুম রেখা, মো. ফারুক হোসেন, আবদুল্লাহ আল বাকী, মহিউদ্দিন মহিম প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।