বিএনপি’র সমাবেশ প্রসঙ্গে ডিএমপি : রাজপথে রাজনৈতিক কর্মসূচি অ্যালাও করা হবে না

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক::  রাস্তা অবরোধ করে কোনো সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ কথা জানিয়েছেন।

পুলিশ অনুমতি না দিলেও সমাবেশ করবে বিএনপি- এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সমাবেশের কোনো অনুমতি দেইনি। আজ অফিস খোলার দিন। অফিস চলাকালীন দিনে রাস্তা অবরোধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাও করবো না।’

আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করতে চায় বিএনপি।

সূত্র – বাসস

সর্বশেষ