- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক:: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৯নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী, সাবেক ছাত্রদল নেতা নাদিম চৌধুরীসহ তিনজনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জামিনের বিষয়ে করা আবেদন শুনানি নিয়ে সোমবার বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নাদিম চৌধুরীর পক্ষে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মরিয়ম খন্দকার।
২০১৮ সালের ১২ ডিসেম্বর রমনা থানায় ভাংচুরের অভিযোগে মামলা করা হয়েছিল। ওই মামলায় জামিন চেয়ে করা আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দিলেন।