‘তেলেসমাতি নির্বাচনের কোনো মূল্য নেই মানুষের কাছে, পেছালে সমস্যা কী?’

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। এ নিয়ে বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন নিয়ে নানান তেলেসমাতি কর্মকাণ্ড হয়েছে বাংলাদেশে গত ছয় বছরে। ফলে এর কোনো মূল্য নেই এখন মানুষের কাছে। এটি পিছিয়ে দিলে সমস্যা কী? ৩০ তারিখ পূজা হলে নির্বাচন পেছানোই উচিত।’

প্রসঙ্গত আগামী ৩০ জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুই সিটির সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

ঢাকা উত্তরে তাবিথের মূল প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণে ইশরাকের প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ফজলে নূর তাপস।

সর্বশেষ