spot_imgspot_img
spot_imgspot_img

ঐতিহ্যবাহী ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠিত

spot_img

মো.মামুন:: সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিকড় ২০ বছর পূর্তিতে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ পুনর্মিলনী ও মিলনমেলায় অনুষ্ঠানমালার মধ্যে ছিলো উদ্বোধন, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, শিক্ষক সম্মাননা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে মিলিত হন। সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।ছাত্র ছাত্রী পরিষদ ব্যাচ ৯৯ এর সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। মুবিন উদ্দিন ও ইকরাম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, বিশিষ্ট সমাজ সেবক এ.কে.এম জাফর উল্লাহ, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুন্নবী, তাহের এন্ড সন্স চেয়ারম্যান নেছার আহম্মদ, ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আরমান, অনুষ্ঠানের সাজ সজ্জায় ছিলেন মো.মাহুফুজ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ