spot_imgspot_img
spot_imgspot_img

কিছুতেই মাঠ ছাড়ব না: মির্জা আব্বাস

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক::  অনিয়ম যতই হোক নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, মাঠ ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা নেব না।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রী কলেজে ভোট দেয়ার পর বেরিয়ে এসে তিনি একথা বলেন।

গত নির্বাচনে মেয়র পদে ঢাকা দক্ষিণে নির্বাচন করা মির্জা আব্বাস বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠ ছেড়ে দেয়া ছিল আমাদের ভুল সিদ্ধান্ত। আমরা সেখান থে‌কে শিক্ষা নি‌য়ে‌ছি, এবার মাঠ ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত নেব না।

মির্জা আব্বাস ব‌লেন, কেন্দ্র দখলের পরও ভোটের ফল কি হয় তা শেষ পর্যন্ত আমরা দেখব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচন কেমন হচ্ছে জানতে চাইলে বিএনপির এই নেতা জানান, কোনো কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বি‌ভিন্ন জায়গায় আমা‌দের লোকজন‌কে মারধর ক‌রে বের ক‌রে দেয়া হচ্ছে। যেসব কেন্দ্রের বাইরে স্বাভাবিক সেখানে ভিতরে অশান্তি। ভোটা‌রের ভোট তারাই দি‌য়ে দি‌চ্ছে।

এসময় বেশ কয়েকটা কেন্দ্রের নাম উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আপনারা এখন যান সেখানে অনিয়ম দেখতে পারবেন যেমন পল্টন, শাহবাগ সেগুনবাগিচা মহিলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রের কথা জানান তিনি।

বিএনপির দুই কাউন্সিলর প্রার্থীকে মারধর করা হয়েছে জা‌নি‌য়ে তিনি শাহবাগ এলাকার বিএনপির মনোনীত মহিলা প্রার্থীর ওপর হামলার তীব্র নিন্দা জানান।

কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস পুলিশের কাছে অভিযোগ করেন এখানে সরকারদলীয় প্রার্থীসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের লোকজন ভোট কেন্দ্রের ভিতর অবস্থান নিয়েছেন। তাদেরকে বের করে দিতে ব‌লেন।

এসময় তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বিএনপির কাউন্সিলর প্রার্থী মির্জা আসলাম আসিফ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ