জরুরি বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: জরুরি বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৈঠক সভাপতিত্ব করছেন। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণফোরামের সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহিদুল্লাহ কায়সার, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল বৈঠকে উপস্থিত রয়েছেন। সবশেষ ঢাকা সিটি নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ