প্রিয় সংবাদ ডেস্ক:: করোনাভাইরাস মহামারী আকারে বিস্তারের আগে এ বিষয়ে সতর্কবার্তা দেয়া সেই বীর চিকিৎসকের পরিবারকে ৯০ হাজার ডলার দেয়া হয়েছে। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে ব্যাপক শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়লে এটাকে ‘কর্মস্থলের দুর্ঘটনা’ বলে আখ্যায়িত করেছে বেইজিং।
উইচ্যাটে একজন লিখেছেন, তাকে কথা বলতে দেয়া হয়নি। এমনকি তাকে মরতেও দেয়া হয়নি। ডা. লি ওয়েনলিয়াংয়ের প্রতি করা সরকারের আচরণের নিন্দা জানিয়ে একজন বলেন, যখন অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী ঘুমাতে গেছেন, তখন কেবল তাকে মৃত্যুর অনুমোদন দেয়া হয়েছে।-খবর মেইল অনলাইনের
হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তার মৃত্যুর খবরটি উড়িয়ে দিয়েছিলেন। পরে মধ্যরাতে তা নিশ্চিত করা হয়েছে। চীন বলছে, ডা. লির মৃত্যুর তদন্ত করতে দুর্নীতিবিরোধী সংস্থাকে উহানে পাঠাচ্ছে তারা।
এই নায়কোচিত চিকিৎসকের মৃত্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে ৭২৪ জনের বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি।
তার মৃত্যুকে কর্মস্থলের দুর্ঘটনা আখ্যায়িত করার পর ডা. লির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ হাজার ডলার দিতে নির্দেশ দিয়েছেন উহান কর্তৃপক্ষ।
শনিবার স্থানীয় বাসিন্দারা উহান কেন্দ্রীয় হাসপাতালের সামনে পুষ্পস্তবক অর্পণ করেন। এই হাসপাতালেই ডা. লি কাজ করতেন এবং এখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে হংকংয়েও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।