প্রিয় সংবাদ ডেস্ক:: দেনদরবার করে সরকার হটানো যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা বলেন। নেতারা মাঠে না নামলে কর্মীরাও মাঠে নামবে না বলে মনে করেন তিনি।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় নির্বাচন-২০১৮ পোস্টমর্টেম’ গ্রন্থের প্রকাশনা, পাঠ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আবদুর রব বলেন, কর্মীরা আপনাদের প্রতি আস্থা হারিয়েছেন। দলের নেতাদের আগে মাঠে নামতে হবে। জনগণকে আহ্বান করতে হবে। আপনারা না নামলে জনগণও এগিয়ে আসবে না। কর্মীদের দাবি নেতাদের আগে নামতে হবে মাঠে। এ সময় তিনি বিএনপি নেতাদের আগে মাঠে নেমে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার পরামর্শ দেন।
ভোটার উপস্থিতি কমে যাওয়া প্রসঙ্গে আবদুর রব বলেন, বাঙালি যে পরিমাণ ভোট দেয়, আগে পৃথিবীর অন্য কোনো দেশে এত ভোট পড়ত না। কিন্তু ২০১৪ সালের পর এই ভোটের সংখ্যা কমে গেছে। মানুষ এখন হামলা-মামলার মধ্যে যেতে চায় না। শান্তিতে থাকতে চায়।
জেএসডিপ্রধান বলেন, দেশের কোথাও মিছিল, মিটিং, হরতাল, অবরোধ কিছুই করা যাবে না। সব বন্ধ করে দিয়েছে। এমনকি ভোটাররা ভোট দিতেও যাবেন না। তা হলে সরকার পরিবর্তন হবে কী করে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে একটা লোকও খুঁজে পাবেন না, এই সরকারকে পছন্দ করে, সরকারের প্রশংসা করে। সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই গণতন্ত্রহীনতার কারণে একদিন এই সরকাকে মূল্য দিতে হবে।