টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩ জন। শনিবার ভোর ৬টার দিকে গোড়াই জুঁই-যুথী পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

একই দিন এবং শুক্রবার রাতে নোয়াখালী, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ ও মানিকগঞ্জে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

নোয়াখালীতে নিজের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন একজন স্কুলশিক্ষিকা। নাটোরে পৃথক ঘটনায় নিহত হয়েছেন দুলাভাই ও শ্যালকসহ তিনজন। এ নিয়ে ২৯৮ দিনে সড়কে ২ হাজার ৫১২ জনের প্রাণহানি হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

মির্জাপুর (টাঙ্গাইল) : স্থানীয়রা জানান, শনিবার সকাল ৬টার দিকে উপজেলার গোড়াই থেকে যাত্রীবাহী একটি লেগুনা ধেরুয়া এলাকায় জুঁই-যুথী পাম্পে জ্বালানি তেল নিতে ঢুকছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর বেগম, একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সবাই নাসির গ্লাস কারখানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত তিনজন হলেন- হেলেনা, পারভীন ও রেজিয়া আক্তার।

নাটোর : নাটোর সদর ও বাগাতিপাড়ায় দুটি সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। তারা হলেন- রাজশাহীর দুর্গাপুরের ক্ষিদ্র কলসি গ্রামের আবদুস সামাদের ছেলে গোলাম নবী ও তার শ্যালক নাটোর সদর উপজেলার চন্দ্রকলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফয়সাল আহমেদ। এর আগে বিকালে দয়ারাপুরে মোটরসাইকেল উল্টে কলেজছাত্র সোহানুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি বড়াইগ্রামের আটঘড়িয়া গ্রামের লতিফ কাজির ছেলে এবং বাগাতিপাড়ার শহীদ জিয়াউর রহমান কলেজের ছাত্র।

নোয়াখালী : সুবর্ণচর উপজেলায় নিজের বিয়ের কার্ড দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসলিমা আক্তার (২৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, তিনি নিজের বিয়ের দাওয়াত দিতে মোটরসাইকেলে পাশের একটি স্কুলে যাচ্ছিলেন। এ সময় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষিকার মৃত্যু হয়। নিহত তাসলিমা চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের মৃত নূর রহমানের মেয়ে এবং উপজেলার দক্ষিণ-পূর্ব চরলক্ষ্মী আশ্রয়ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

খুলনা : খুলনা-যশোর মহাসড়কে মায়ের সামনেই নসিমনের ধাক্কায় ইয়াছিন মোড়ল নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা পশ্চিমপাড়া হাসনাতলা এলাকায় মায়ের হাত ধরে মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার দিনমজুর মফিজুর রহমানের ছেলে।

রাজশাহী : রাস্তার পাশে দাঁড়িয়ে এক রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন নৈশপ্রহরী আমজাদ হোসেন (৬৫)। এ সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদের মৃত্যু হয়। শনিবার ভোরে রাজশাহী মহানগরীর রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আমজাদের মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। দুপুরে ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া ও ভেড়ামারা : ভেড়ামারায় ডাল বোঝাই ট্রাক থেকে বস্তা পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা দশমাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মসলেমপুর গ্রামের ট্রলিচালক শুকুর আলী (৩৫) ও একই এলাকার হেলপার আলামিন (১৮)।

গোপালগঞ্জ : বাসের ধাক্কায় জাফর মুন্সী (৬০) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাফর ওই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোলাকোনা গ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাসের চাপায় ফারুক হোসেন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার গড়পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

টেকেরহাট (মাদারীপুর) : মুকসুদপুরে বাসের ধাক্কায় জাফর মুন্সী নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মুকসুদপুর সদর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাফর মুন্সী (৬০) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কোলাকোনা গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে।

কুয়াকাটা ও কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের কচ্ছপখালী এলাকায় একটি প্রাইভেটকার দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে জায়েদ হাসান সেজান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা অপর কলেজছাত্র আফ্রিদি (১৭) গুরুতর আহত হয়। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল : শনিবার দুপুরে শহরের মাছিমদিয়া চৌরাস্তা মোড় ও নড়াইল-গোবরা সড়কে দুর্ঘটনায় দুই শিশুসহ ৮জন আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌহালী (সিরাজগঞ্জ) : সকালে এনায়েতপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সর্বশেষ