কুমিল্লা ও ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 

- Advertisement -

কুমিল্লা ও ফেনীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের ফেনী সংবাদদাতা জানান, ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গলবার রাতে আরেকজন নিহত হয়েছে।
রাত সোয়া ১১টার দিকে শহরের দাউদপুল এলাকায় র‌্যাব-৭ এর সদস্যদের সঙ্গে ‘গোলাগুলিতে’নিহতের নাম মো. ফারুক (৩৫) বলে জানা গেছে ।

র‌্যাব সুত্র জানায় , র‌্যাবের টহল দল চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সঙ্কেত দেয়।তখন গাড়ি না থামিয়ে ভেতর থেকে র‌্যাবকে লক্ষ করে গুলিবর্ষণ করা হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, একটি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও পাঁচটি খালি খোসা এবং ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব ৭ সুত্র জানায় ।

ফারুককে ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’ আখ্যায়িত করে র‌্যাব-৭-এর এক এসএমএসে বলা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে অনেকগুলো মামলা রয়েছে।
মঙ্গলবার ভোরে ফেনী শহরের অদুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রীজ সংলগ্ন নিয়াজপুর জেনিথ ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে র‌্যাবের সংঙ্গে অনুরুপ ঘটনায় মঞ্জুরুল আলম ওরফে কানা মঞ্জু (৪৯) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার রূপকানিয়ায়। সে স্বরাস্ট্র মন্ত্রনালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি বলে র‌্যাব জানায় ।নয়াদিগন্ত

সর্বশেষ