spot_imgspot_img
spot_imgspot_img

নতুন আক্রান্ত এলাকায় মসজিদে জামায়াত নিষিদ্ধ

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: দেশে নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজন। নতুন আক্রান্তরা যে এলাকায় আছেন, সেখানে মসজিদে জামায়াত নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা।

তিনি জানিয়েছেন, আক্রান্তদের একজন নারী ও দু’জন শিশু। তারা যে এলাকায় অবস্থান করছেন, সেখানে মসজিদে জামায়তে নামাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, যদি কেউ কোয়ারেন্টাইনে না থাকে, তাহলে জরিমানা করা হবে। এছাড়া বয়স্ক ও অসুস্থদের বাইরে যেতেও নিষেধ করেছেন তিনি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ