প্রিয় সংবাদ ডেস্ক :: হঠাৎ জরুরি সংবাদ সম্মলেন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। করোনা ভাইসারে দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে বিস্তারিত করণীয় তুলে ধরা হতে পারে।
আগামীকাল শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দলের চেয়ারপারসনের রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।
তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সূত্রে জানা গেছে, করোনা ভাইসারে দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে বিস্তারিত করণীয় তুলে ধরা হতে পারে।