ছুটি পহেলা মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী পহেলা মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কমিটি।

করোনা মোকাবেলার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্ত লিখিতভাবে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনা সংক্রান্ত ফোকাল পার্সন হাবিবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে- সেটি প্রতিরোধে সরকারের নির্বাহী আদেশে তিন দফায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি চলছে।

সর্বশেষ