প্রিয় সংবাদ ডেস্ক :: প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের দরুন চট্টগ্রামে কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠে ধান কেটে,মাঁড়াই করে তা কৃষকের বাড়িও পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ববানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম শুরু করেছে। সংগঠন সূত্রে জানা যায়, উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ফটিকছড়ি, মিরসরাই সহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দিচ্ছে। এ বিষয়ে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ফটিকছড়ি, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছি আমরা। আমরা ধান কেটে তা কৃষকের বাড়িতেও পৌঁছে দিচ্ছি। এছাড়া অনেক কৃষক, যারা করোনার কারণে কষ্ট করছে তাদের সাধ্যমত আর্থিক সহযোগিতাও করছি আমরা। তিনি এসময় আরো বলেন কৃষকরা হলো বাংলাদেশের প্রাণ। দেশের এই ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পেরে ছাত্রলীগ ধন্য। উত্তর জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের তিনি কৃষক,শ্রমিক,জেলে,সহ যেকোন মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকতে আহবান জানান। এখনও সব এলাকায় ধান পাকতে শুরু করেনি। যেসব এলাকায় পেকেছে আপাতত ওইসব এলাকার কৃষকদের সহযোগিতা করছি আমরা। পর্যায়ক্রমে উত্তর জেলার আওতাধীন সব উপজেলায় আমাদের এ কার্যক্রম চলবে বলে জানান তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে উত্তর জেলা ছাত্রলীগ মানুষের পাশে থেকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, মাইকিং করে সচেতনতা বৃদ্ধি,খাদ্য বিতরণ সহ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো।