প্রিয় সংবাদ ডেস্ক :: করোনায় ঘরবন্দী অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ভূক্ত সংগঠন ‘চট্টগ্রাম মহানগরী সমাজ কল্যাণ সংস্থা।’ বুধবার বিকেলে সংগঠনটির উদ্যেগে নগরির আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় ৩০০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, এডভোকেট মোঃ ওমর ইউসুফ খান, সহ-সভাপতি মোঃ মিনহাজুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সদস্য বাদল কান্তি নাথ, মোঃ নেজাম উদ্দিন, মোঃ ইব্রাহীম, মোঃ সবুজ, মোঃ ওমর ফারুক, মোঃ তারেক, মোঃ মুনজু, সাকিব, সাগর প্রমুখ। ত্রাণ বিতরণকালে সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন বলেন, রমজানে করোনায় ঘরবন্দী অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের মাঝে উপহার সামগ্রী প্রধান করে মানবিক দায়িত্ব পালন করেছে। সমাজের সকল মানুষ যার যার অবস্হান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার। তিনি অসহায় মানুষদের পাশে থাকার জন্য সংগঠনের নেতৃবৃন্দের ধন্যবাদও জানান। ছবির ক্যাপশনঃ চট্টগ্রাম মহানগরী সমাজ কল্যাণ সংস্থা উদ্যেগে উপহার সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন।